(০১) ব্যাথিতের কথন
আমাকে এক খন্ড ব্যাথা নীড়
আশ্রয় দাও
না হয় পূর্ণ দুঃখ একাকার হবে না
এখন খুব কষ্ট হলেও নির্জনে
একাকী চলার পথে আহ্বান কর,
না হয় প্রকৃতির প্রিয় বৃক্ষের ছায়ায়
হৃদয় জুড়ানো উষ্ণতা দাও।
এখন একা চলার পথে
দুরন্ত কাঁটা গুলো সরাবার
সাহস দাও।
না হয় হৃদয়ের অলিন্দে
একাকী ভাসমান ভেলায়
চড়ে বেড়াও
এখন আমায় পূর্ণ বিশ্রাম দাও
না হয় একটু ভালোবাসা দাও ।।
(০২) বিরহের শান্তনা কি ?
শুধু – ই আষাঢ়ে কদম ,
না-কি মেঘদূত ?
আধারের পূর্ণতা কি ?
শুধু – ই লুকোনো ব্যাথা ,
না -কি কষ্ট আঘাত ?
(০৩)দুঃখ কষ্ট
দুঃখ আমার নীল যমুনায়
ভাসে অহর্নিশি
কষ্ট আমার বুকের ভেতর
কাঁদে দিবানিশি ।।