কলমে- আব্দুল কাদির
যাহার কথা ভাবি আমি
সকাল সন্ধা রোজ
সে আমায় মনে করে না
নেয় না কভু খোঁজ
যাকে দেখতে রাস্তার পাশে রোজ দাঁড়িয়ে থাকি
সে আমায় এড়িয়ে চলে
দিয়ে যায় যে ফাঁকি
যার হাসিতে মুগ্ধ হয়ে
সুখ মিলে এই প্রাণে
সে বাসে অন্য সুরে
অন্য কারো গানে
যাকে আমি দেই গ গোলাপ
কাটা থেকে এনে
সে সুখ খোঁজে অন্য বনে
অন্য ফুলের ঘ্রাণে
যাকে নিয়ে স্বপ্ন দেখি
আমি রাত্রি জেগে
তার মনে তে পড়েছি ঢাকা
আমি কালো মেঘে
যাকে নিয়ে হারিয়ে যাই
আমি কল্পনায়
সে আমায় বোকা বানায়
নিষ্ঠুর ছলনায়
যাকে না দেখলে আমি
হই আত্মহারা
সে দেখি ভালই আছে
আজ আমায় ছাড়া
যার স্বপ্ন করতে পূরণ
নিজের স্বপ্ন শেষ
সে সব ভুলে নিজেকে নিয়ে
সুখেই আছে বেশ
যাকে নিয়ে কল্পনাতে
আমি তাঁরা গুনি
সে নাকি অন্যের চাঁদ
আজ আমি শুনি
যাকে নিয়ে স্বপ্ন আমার
আমি সুখ খোঁজি
সে আমার ভালবাসা
বানাল তার পুঁজি
যাকে নিয়ে সব আমার
সে ধরে কার হাত
তার শোকে এই বুকে
অমাবস্যা রাত