কলমে: এম এ লতিফ
মেঘ যদি হয় কালো
আকাশ হারায় নীল,
চাঁদের কিরণ আঁড়ালে লুকায়
ছোঁয়া পেলে রবির আলোর
আকাশটা করে ঝিলমিল,
মেঘ যদি হয় কালো
হয় ঘন বর্ষণ,
রবির আলো উঁকি মেরে
দেয় আলোর কিরণ,
ঝলমল উজ্জ্বল আলোয়
পাই আলোকিত ভূবণ,
এই তো পৃথিবী
এরই মাঝে বয়ে চলে মানবজীবন!
মেঘ যদি হয় কালো
ভাসমান মেঘগুলো ভেসে বেড়ায় আকাশে
ছোঁয়া পেলে রবির আলোর
থাকে না মেঘ নীলিমার আকাশে,
আকাশ ফিরে পায় নীল
সৃষ্টি যেন ভরে ওঠে মধুময় আবেশে!