কলমে: দেব মন্ডল
সকল ভুলিয়া তোমার চরণে লাইয়াছি আশ্রায়।
ক্ষম, ক্ষম মোর অপরাধ, দেও গো তোমার চরণ দুখান।
নদীর কূলে হাঁটিতে যেয়ে দেখি
শামুক খোলস রাখিয়া অন্য দেহে নিয়েছে আশ্রয়
পড়ে আছে খোলাস নদীর কিনারায়।
যেদিন আমার প্রানবায়ু দেহ রেখে চলে যাবে তোমার
ঠিকানায়।
তুমি বিনে কে রবে আমার বলো না ওগো প্রানের দয়াল।
তুমি বিনে এই মায়ার সংসার সবই অভিনয়, নিতে হবে তোমার আশ্রায়।
তুমি বিনে কে দেখিবে আমায়,তোমার শক্তিতে চলিয়াছি পথ।
যেথায় কাঁটা ভরা পথ, সেথাই আনন্দ আমার।
তোমার অভয় আছে, আমার ভয় কিসের আর ওগো প্রানের দয়াল।
তুমি বিনে আমি অন্ধ সারাজীবন ভর, রক্ষা করো প্রানের
দয়াল।
তুমি বিনে নড়ে না কোন পাতা এই ধণীর উপর।
তোমার ভরসায় পথ চলতেছি আমি,
কাঁদাতে ইচ্ছে যদি হয় কাঁদাইয়ো বার,বার।
কিন্তু তোমার চরণ ছাড়া করো না আমার, ওগো প্রানের দয়াল।
তুমি আপন শুধু আর সবই পর ওগো প্রানের দয়াল।
অহংকার বাসা বাঁধার আগে, আমি যেনো চলে যেতে পারি তোমার ঠিকানায়।