(০১)
শরৎ রাণীর বিদায়
আশ্বিন মাসের শেষ বিকেলে
হিমেল ছোঁয়া গায়ে ,
শরৎ রানী বিদায় নিবে
শিশির ভেজা পায়ে ।
কাশফুলেরা যাচ্ছে চলে
নদীর কিনার ফেলে ,
সূয্যি মামা দখিন দিকে
পড়ছে কিছু হেলে ।
খুশির জোয়ার উথলে পড়ে
সবুজ ধানের মাঠে,
কিষাণ বধূ বেজায় খুশি
দাম বেড়েছে পাটে ।
শীত গ্রীষ্মে টানাটানি
আশ্বিন মাসের শেষে,
ভোরবিহানে শীতের বুড়ী
মাঝে মাঝে আসে ।
নতুন ধানের আগমনি
সুর লহরী বাজে ,
পাড়া গাঁয়ের ব্যস্ত সবাই
উঠান বাড়ির কাজে ।
(০২)
অতি চালাকের পরিণাম
নিজে নিজে ভাবছে বসে
বুদ্ধি আমার পাকা,
বুদ্ধির জোরে ঘুরবে আমার
জীবন গাড়ির চাকা।
চালাকিতে পটু আমি
জানা আছে ধোঁকা,
সহজ-সরল মানুষ গুলো
যাচ্ছে হয়ে বোকা।
ফাঁকিবাজি ভালো বুঝি
পড়বো না তো ধরা,
সর্ব ক্ষেত্রে মনটা আমার
চাতুরতায় ভরা।।
অতি চালাক, ছলচাতুরী
ধ্বংস ডেকে আনে,
উইপোকা’র পাখনা হলে
ছোটে যমের পানে।
পরের তরে গর্ত খুঁড়ে
নিজে তাতে পড়ে,
আপন পায়ে কুড়াল মেরে
আনুতাপে মরে।