কলমে: মুসলিমা আক্তার
চরম খেলায় মেতেছে তারা
ঝড় বয়েছে ধরায়,
বহুরুপী তার নোঙ্গর তোলায়
বহুরূপী তার খড়ায়।
কখনো রৌদ্র কখনো বৃষ্টি
কখনো ঝড়ের হাওয়া,
কত কি যে দামিনীতে
কখনো আবার নদী বয়ে যাওয়া।
আপন হেসে ছদ্ম বেশে
হাত তুলে কে বাজায় ?
এতো সুরের তালে যেন
রঙিন পুষ্প পারায়।
আকুল করে রাখালির এই
পাগল করা সুর,
কোথায় গিয়ে পাবো বলো
এমন বেদনা বিধুর।
কবিতার লাইন ছড়িয়ে পড়ে
অজ থেকে শহরের বুকে,
যা দেখি তাই কবিতা হয়
কি দারুন এক চোখে।
বিশ্বের বুকে লিখতে নাম
কি আর দরকার হয়!
তুমি আমি সবাই পারি
সৌখিন নিরালায়।
আমার যেমন ইচ্ছে করে
এই ধরার বুকে,
নিথর দেহ মিশিয়ে দিয়ে
থাকি যেন সুখে।