কবি: মোছাঃ আছিয়া আক্তার আছমা
এত বড় মসজিদ থাকতে
ইমামের কেন ছোট্ট ঘর?
বিছানা যেমন কম মানের
খাট কেন নড়চড়?
ইমাম কেন মুছবে ঘর
সে কি কারো কেনা গোলাম?
ইমাম কেন সর্বদা চলবে অন্যের
কথায়, তাও তাঁর নেই দাম।
ইমাম পড়াবে নামাজ
শিক্ষা দিবে কুরআন
তা না করে আমরা কেন
শিখাতে চাই দায়িত্ব জ্ঞান?
শিশুদেরকে শাসন করলে
আসে পরের দিন বিচার
মসজিদ কমিটির কাউকে দেখলে
চেয়ার দিতে হয়, এ কেমন অবিচার?
যে জানেনা ৪ কলেমা সে
শিখাতে চায় ইমামের কাজ
কুসংস্কারে আচ্ছন্ন হয়ে
ডুবে যাচ্ছে এই সমাজ।
জন্মের পর দৌড়ে আসে
সন্তানের কানে আজান দিতে
মৃত্যু হলে জানাজার নামাজ
পড়ানো হয় খতিবের ইমামতিতে।
সর্দি যদি হয় শিশুর দৌড়
দিয়ে যায় মসজিদে
দাওয়াত খেয়ে পেলে টাকা
মুরুব্বি চাচা মরে জিদে।
এই সমাজে তাঁরা না থাকলে
পেতামনা কেউ ধর্মীয় জ্ঞান
তাই তাঁদের পেছনে না গেলে
দিতে হবে তাঁর প্রাপ্য সম্মান।