প্রয়োজন ছাড়া বলিনা কথা
আমি এমন ভাই,
পছন্দ না হলেও যেন
বোঝার উপায় নাই।
সুযোগ বুঝে চুপটি থাকি
সুযোগে গুনগান,
চেষ্টা করি ভালোবাসতে
সবার প্রতি সম্মান।
বন্ধুর সাথে আড্ডা আছে
তবে মাঝে মাঝে,
আমাকেই রাখি সাবধানেতে
আমাতেই রাখি কাজে।
অপ্রয়োজনীয় কিছু নয়
সহজ হিসেব নয়,
গীবতে পাপ হয়ে যায়
সময়ও নষ্ট হয়।
কখনো করি না টাকা ধার
তবুও চলি বেশ,
শ্যাম্পু ছাড়া চুল থাকলেও
তেল ছাড়া কেশ।
না করি অপকর্ম
না করি অন্যায়,
হাসি মুখে থাকি আমি
ভাসি সুখের বন্যায়।
চেষ্টা করি সাহায্যের
গরীব এতিমকে,
কতোই বা অর্থ লাগে
সাহায্য করতে।
পদ পদবি কি যায় আসে
ছোটদের ও সম্মান,
আমি যেমন দিয়ে যাই
সবাই দেয় দাম।
হুজুগে না মাতি আমি
কান দেই না গুজুবে,
সাবধান থাকার ফলাফল
ভালোটাই খুজবে।
মন্তব্য করার আগে
দশটি বার ভাবি আমি,
এমন জীবন সহজ জীবন
চেষ্টা করো তুমি।