০১- চলে যাবো একদিন
————————————
দুদিনের অতিথি মোরা
এই ধরনীর মাঝে,
একদিন চলে যেতে হবে
অন্ধকার মাটির ঘরে।
সকল মায়া ছিন্ন হবে
পড়ে রবে শুধু স্মৃতি,
প্রাণ পাখি উড়ে গেলে
নিভে যাবে জীবনের বাতি।
পাড়া-পড়শী আসবে সবাই
শেষ বিদায়ের তরে,
ছেলে-মেয়ে কান্না করবে
মোদের শিয়রে বসে।
সকালের সোনালী স্নিগ্ধ আলো
রাতের আকাশে পূর্ণিমার চাঁদ,
কিছুই দেখা যাবে না আর
নামবে জীবনে আঁধার রাত।
স্রষ্টার ডাক আসিবে যখন
যেতে হবে পরপারে,
রিক্ত হস্তে চলে যাবো একদিন
এই মায়াবী পৃথিবী ছেড়ে।
০২- বিবেক
————————————–
মানুষের আবেগ আছে
বিবেক পেছনে পড়ে থাকে,
জ্ঞান,বুদ্ধি,বিবেচনা সবই আছে
বিবেকের বাণী আড়ালে কাঁদে।
বিবেক মানুষের সর্বোচ্চ আদালত
এই কথা সবাই জানি,
আবেগের কাছে বিক্রি হয়ে মোরা
বিবেককে কখনো নাহি মানি।
এই তো আমাদের বিবেক
স্বার্থের টানে মানুষকে অবজ্ঞা করে,
আমাদের বিবেক চলে শুধু মুখে মুখে
অন্যের স্বার্থে বিবেক কেঁদে মরে।
বিবেক নেই বলে আজ
পৃথিবীতে এত অন্যায় অবিচার,
বিবেকের দ্বারে দ্বারে ঘুরে
শত,সহস্র মানুষ আজ হয়রান।
আবেগপ্রবণ হয়ে দুনিয়া চলে না
বিবেকের প্রয়োজন হয় চলার পথে,
বিবেক তুমি জাগ্রত হও
বিশ্বের সকল মানুষের তরে।