কলমে: এম এ লতিফ
আলোময় সূর্যটা জীবন থেকে আঁধারে বিলীন হবে একদিন,
বইবে অমানিশা ঘোর আঁধার
আমি তো বড়ো একা হয়ে যাবো সেদিন,
দেখবো না আর আলোর পৃথিবী
শুধুই যে একাকিত্ব,
পিছু ডাকে ফিরবো না আর কোনদিন!
সুনীল আকাশ সুশীতল বাতাস জুরাবে না প্রাণ
অন্ধকারের ক্ররাল গ্রাসে ছেয়ে যাবে মোর দেহখানি,
কি যে দুর্বিষহ যন্ত্রণা সইতে হবে বুঝবে তুমি সেদিন,
এই তো জীবন আলোর পৃথিবীটা হারালে
নির্মম ভয়াবহ আঁধারে কাটাতে হবে নিশিদিন!
যে পথ ধরে তুমি হেঁটেছো বহুদিন বহু বছর
সে পথ কভু আর পাবে না খুঁজে,
শুধুই আঁধার ঘরে কেটে যাবে অনন্ত প্রহর,
কি যে বিষাদময় যন্ত্রণা
কেউ তো তোমার ডাকে সাড়া দিবে না,
ভেবে দেখো জীবনের এমন করুণ পরিণতি
অগ্নি দগ্ধ বিভীষিকাময়,
কাঠ কয়লায় পোড়ানো কঙ্কালের শহর!