হে চির মহান,
পরম করুণাময়!
আমি জানি,
সবার জীবনে চির সুখ,শান্তির
প্রণয় দাতা কেবল তুমি।
তাই তোমার নিকটে চাহি আমি
একটু সুখের প্রবণতা,
চাহি গো বিধান দাতা তোমার ওই_
অসীমতম স্নেহ,মায়া,মমতা ও;
ভালোবাসা।
হে চির মহান,
পরম করুণাময়!
তুমি তো সব-ই জানো,
আমি কোন অগ্নিদগ্ধে দাহ্য পাই?
মানবসৃষ্ট এই ঈর্ষা পরায়ণতায়।
যাহা মোরে পোড়াইতে,পোড়াইতে
করিয়া দিছে ছাই,
যাহার লাগি পাই তুচ্ছ,তাচ্ছিল্যতা।
ইষ্ট লোকের ওই মনুষ্যত্বহীন
লেলিহান শিখা হইতে_
আমি আজ পরিত্রাণ চাই।
হে চির মহান,
পরম করুণাময়!
যাহার লাগি পাই অহেতুক মনুষ্য ধিক্কার,
তবে কি ইহা মোর জীবন অগ্নিপরীক্ষা?
নাকি নিয়তির লিখন!
আর কতো কাল অবধি
পুড়িব দুখের দহনে,
চাহি গো বিধান দাতা তোমার ওই_
একটু সুখের পরশ ধুলি।