কবি: চন্দনা রাণী
জাগ্রত হও বিশ্বের নারী আসুক যতই বীর,
স্বাধীন পথে চলবো মোরা উঁচু করিয়া শির।
আসুক যতই বাধা বিঘ্ন মানিবো না কভু হার,
আত্ম বিশ্বাসে বুকে সাহস লয়ে পাষাণ করিব চুরমার!
নারীতেই গড়ে বাড়ি, গাড়ি নারীতেই হয় রাজা,
এমন পুরুষ দেখেছি অনেক নারীর দোষেই হয় প্রজা।
নারী তুমি সুন্দর রমণী সৃষ্টিতে সেরা,
নারী তুমি মনোমোহিনী পুরুষকে পাগল করা।
নারী তুমি নিজেকে কভু ভাবিছ কেন দূর্বল,
তোমার মতো ধরিত্রী মাতা দেখনা কতই উর্বর।
ধরিত্রীর বুকে ভর করিয়া চলেছি দিবানিশি,
নীরবে মাতা সহিছে সবে সকল অন্যায় দুর্নীতি।
জাগ্রত হও বিশ্বের নারী মনে আন বল,
কুপথ থেকে সর্বদায় সুপথেতে চল।
নিজেকে ভাব বিশ্বজয়ী অন্ধকারের আলো,
কপটতা দূর করিলেই বাসবে সবাই ভালো।