(০১)- তোমার ফেরার অপেক্ষায়
রোজ, প্রতিটি মুহূর্ত প্রতিটি খন অব্দি
আমার এই মনে কি এক অনুভূতি হয়!
তুমি তা বুঝবে না, বোঝার চেষ্টাও করো না
আমার এই অবুঝ মন কি সব যেন চাই।
সেই খনে তুমি কাটাও তোমার ব্যস্ত সময়।
সেই ব্যস্ত খনে, তোমার ফেরার অপেক্ষায়
একাকীত্ব মনে কি এক সন্ত্রস্তের জন্ম নেয়,
আমি তা বলে, তোমায় বুঝাতে পারবো না।
সকাল থেকে বিকেল, সন্ধ্যা থেকে মধ্যরাত
তোমার ফেরার অপেক্ষায়,নীরবে বসে বসে
আমি কি যে ভাবি, তা তুমি বুঝতে চাও না
এই বুঝতে না চাওয়ার আংশিক অবহেলায়
আমার এই মনটাকে চূর্ণ-বিচূর্ণ করে দেয়৷
তোমার কাছে আমার চাওয়া- পাওয়াগুলো
একটা সময় তোমার নিকট বিদ্বেষের পাত্র।
কথার মধ্যে আমার ভুলগুলো চোখে ভাসে।
তোমার ফেরার অপেক্ষায় বসে থাকার কষ্ট
বুকে রক্তক্ষরণ করে আর মনে প্রশ্ন তুলে
আমার চাওয়াই ভুল কি এতই বেশি ছিল
উওর খোঁজে না পেয়ে নীরবেই পড়ে থাকি।
(০২)- ফিরে এসো
কোথায় হারিয়ে গেছে,
বাংলার দামাল ছেলের দল
যাদের হাত ধরে এসেছিল,
এই পতাকা, বাংলার স্বাধীনতা।
দেখা দাও, ফিরে এসো
এই বাংলায় আরেকবার।
সতেরো কোটি বাঙালি
আজও তোমাদের অপেক্ষায়।
যখন শত্রুর থেকে এনেছ
এই বাংলার স্বাধীনতা।
তখন শত্রুরা দেখে ছিল
তোমাদের বীরত্ব।
এ প্রজন্ম জানতে পেরেছে
তোমাদের বীরত্বের কথা ।
তোমরা বীর মুক্তিযোদ্ধা
বাঙালি ও বাংলা মায়ের গর্ব
যেখানেই থাকও ,ফিরে এসো
এই বাংলায় আরেকবার।
হে বীরের দল,
মৃত্যুঞ্জয়ী হয়ে ফিরে এসো,
বাংলা মায়ের কোলে।
তোমাদের অনুপস্থিতিতে,
আজ বাংলা মায়ের চোখে জল।
তাই বাঙালি জাতির অনুরোধ
পুনরায় ফিরে এসে পথ দেখাও
নতুন প্রজন্মকে, শক্তি দাও
এগিয়ে চলার, ফিরে এসো
হে বীর শহিদের দল।
(০৩)- ইচ্ছে ঘুড়ি
মনের সকল ইচ্ছেগুলোকে
উড়তে দিতে নেইকো মানা।
বাঁধন থেকে মুক্তি দিতে, আজ
বাঁধা তো আর কেউ দিবে না৷
উড়বে সবাই মনের সুখে
মুক্ত রেখেছি মনের ডানা।
ইচ্ছে ঘুড়ির, স্বপ্ন ডানায়
উড়তে দিতে নেইকো মানা।
আমার স্বপ্নগুলো বাস্তবিক রুপে
কখনো পাই বা নাই পায়৷
আমার ইচ্ছে ঘুড়ির স্বপ্নগুলো
ভেসে যাক এভাবেই হাওয়ায়।
আমার স্বপ্নগুলো থাকবে পড়ে
অপূর্ণ এক গল্পের বইয়ে।
সাধ্যমতো দেখলে কভু
ফিরতে পারে বাস্তব রুপে।
তাই ইচ্ছে ঘুড়ির, স্বপ্ন ডানায়
উড়তে দিতে নেইকো মানা।
(০৪)- খোলা জানালা
খোলা জানালার পাশে বসে ভাবি
আমার গল্পের কি’বা ছিল বাকি।
যে গল্পের মাঝে আমাকে একা রেখে
তুমি চলে গেছ দূরে, করে গেছ পর।
আমার জীবনটা এলোমেলো করে
তুমি আছ আজ অন্য কোথাও সুখে।
আমার ভাঙ্গা হৃদয়ে হয় রক্তক্ষরণ
আমি ভাসি দুঃখের সাগরে সর্বক্ষণ।
তুমিহীন গল্পটা অসমাপ্ত রয়ে গেছে
তোমাকে হারিয়ে, রোজ নিশিরাতে
খোলা জানালার পাশে বসে, আমার
গল্পের ভুলত্রুটি আজও খুঁজে ফিরি।
জানালার পাশে বসে ভাবতে গেলে
বুকটা ব্যথায় ছিনছিন করে উঠে
আমার হারিয়ে যাওয়ার সবকিছুই
খোলা জানালার ফাঁকে হারিয়েছে।