চারিদিকে ঘিরে আছে আঁধারে
বিবেকটাও বেষ্টন করে আছে,
সত্যের উপর ধুলো জমেছে
মিথ্যে ঘুরছে আজ কাছে কাছে।
সত্য অচেনা হয়েছে তাই
বিরহ হয়েছে সত্যের সাথে,
মিথ্যের মেলায় সঙ্গম জমেছে
সারিবদ্ধ মানুষ আজ জর্জরিত আঘাতে আঘাতে।
মিথ্যে আজ হচ্ছে উল্লাসিত
সত্য নিয়েছে বেছে স্তব্ধতা,
মিথ্যের বাজারে সত্য বললে
মিলবে না আজকের বলা কোনো কথা।
পরাজয় কেবল সত্যের হচ্ছে
মিথ্যের হচ্ছে জয়লাভ!
মিথ্যের মেলায় সুঘ্রাণ ছুটে
আজ শুধু সত্যের অপলাপ।
স্বার্থান্ধ এই জগতে
বন্দি সবাই মিথ্যের জালে,
এদিক ওদিক’ যেদিকে তাকাই
দেখি সবাই রয়েছে মিথ্যের তালে।
ছোট বড়ো সর্ব জনে
সত্য থেকে হচ্ছে পরাঙ্মুখ,
মিথ্যের মালা নিচ্ছে গেঁথে
এই ভেবে কতো না পাচ্ছে সুখ।
মিথ্যের জালে সাধু বন্দি
বন্দি সমাজের ইমাম সাহেব’ও!
দেশ বন্দি মিথ্যের জালে
বন্দি শিক্ষক’ শিষ্যরাও।
মিথ্যে থেকে কেউ পায়নি রক্ষা
মানুষ যাদের নাম,
মিথ্যে দিয়ে ধরণী ঘিরা
মিথ্যের আজ বড় সুনাম!
সত্যের জগৎ দেখেছি ঘুরে
উন্মাদ আমি সবার তরে,
মিথ্যের সঙ্গে চললে পথ
সবাই বড় নির্ভর করে।
মিথ্যে কে জড়িয়ে ধরলে
মিত্র আমি সবার তরে,
গোলাপ ঝরে মুখ থেকে
শুধু সত্যেরা আজ দম ঘুটে মরে।
মিথ্যুকের শহরে মিথ্যা সহজ
কঠিন সত্য বলা!
তবুও আমি শুরু করেছি আজ
এইভাবে নিজ পথ চলা।
মিথ্যে বাণী সবার প্রিয়
আজব এই জগতের খেলা,
সত্যের বানী সবার কাছে
অসার অলীক জগতের মেলা।
মিথ্যের জগতে আমি নিঃসঙ্গ
নিরুপায় আমি মিথ্যের কাছে,
তবুও সত্যকে বাসিলাম ভালো
স্বস্তি কেবল সত্যতেই আছে।
সত্যের পথে ভিড় নেই
মিলেনা কৃত্রিম মানুষের দেখা,
সত্যের পথ আগাছা মুক্ত
মুক্ত বাতাসে দেখা যায় তার রেখা।
সত্য হচ্ছে সুপ্রভাতের ন্যায়
মিথ্যে হচ্ছে শুধু ভান,
সত্যের সূর্য উদিত হোক
মিথ্যের হোক আজ অবসান।
সত্য গগনের একক নিশাকর
মিথ্যে গগনের মেঘ মালা,
মিথ্যের জীবন ক্ষণমাত্র
সত্য কখনো দেবে না একটুও জ্বালা।
সত্যের জীবন করিব যাপন
কভু ছাড়বো না সত্যের পথ,
যে পথে চলিয়া গিয়েছেন
নাবী হজরত মুহাম্মদ সাঃ
যে পথের পথিক ছিলেন
সিদ্দিক আবু বকর,
যে পথের পথিক ছিলেন
কবি ঠাকুর রবীন্দ্রনাথ।
যারা কখনো মিথ্যে বলেনি
করেনি মিথ্যের সঙ্গে আপস,
তাঁদের পথ চলিলাম আমি
অন্তিম মুহূর্ত পর্যন্ত।
সত্যের পথে আসুক শত বাধা
তবুও হবো না ক্ষমতাহীন,
সত্য দিয়ে করব লড়াই
সত্যের করব স্বাধীন।
সত্যের দেহে আঘাত আসবে
আসবে শত বেদনা,
সত্যের জীবন বড়ই কঠিন
কাপুরুষ যাপন করিতে পারেনা।
আমি বীর’ আমি নির্ভীক
আমি আতঙ্ক মিথ্যের জন্যে,
আমি পরাজয়’ আমি ভীত
আমি সত্যের কাছে হয় নত।
সত্য চিনতে শিখায় আলোর পথ
চিনতে শিখায় অকৃত্রিম মানুষের রূপ,
সত্যের আলোতে’ আলোকিত হবে
আধারে ভরা ধরার বুক।
মিথ্যে দেখায় আধারের পথ
সে যে করে শুধু বঞ্চনা,
মিথ্যের পথে বহু মানুষ তবুও কেউ
দুষসময়ে সঙ্গ দিতে আসে না।
সত্য চিরন্তন সত্য
সত্যের কভু হয়না মিথ্যে মিত্র,
সত্যের ফুল সুভাষ ছড়ায়
সে ফুল ভালোবাসিলাম আমিও।