কলমে: কামরুন নেসা লাভলী
ক্ষণকালের এসেছ ধরায়
ক্ষানিক বাদে-ই যাবে হারায়
পাপ পুণ্যের খাতায় দেখ
কেবল – ই পাপ
পূণ্যের পাতা শুন্যের – ই ছাপ
পেয়েছো যাহা লয়েছ কুড়ায়ে
দিয়াছ কি আপনার হয়ে ?
নিঃস্ব করে দেবার ভয়ে
গ্রাস করেছ শুধু নির্ভয়ে
ভয় নাই মোর ভয় নাই ওরে
চলেছ দিবানিশি সম্মুখ সমরে
পিচ্ছিল পথের গহীন গহনে
নিজেরে হারায়েছ আপন মনে
অন্ধকারের রাহু গ্রাসে
আপনারে বিলায়েছ অবশেষে।
যখন মত্ত
খেলায় রত
এল ডাক চির সত্য ভবে
ফিরতে হবে এখনি তবে
শেষ এ বেলায়
সব কিছু হারায়
বিদায়ের কালে
নাহি কিছু পেলে।।