“নবীর আলো: মানবতার পথপ্রদর্শক”
বীর জীবন শুভ্র আলো,
আঁধার ভাঙে আলো জ্বালো।
অসীম রহম ঝরে ধারা,
শান্তির পথ হলো সারা।
মক্কার ধরা মধুর স্মৃতি,
পড়ল আকাশে নবীর ইতি।
জীবন সুধা প্রেমের ঝর,
মানবতার রত্ন ভর।
আল্লাহর বাণী নবীর কাছে,
এসে গেলো সত্যের আচে।
হেরা গুহায় ধ্যানের শেষে,
নবী হলেন জগৎ হেসে।
বিরোধিতা এল যত,
নবীর হৃদয় ছিল সত।
ধৈর্যের পথে চললেন তিনি,
অসীম ক্ষমার ধারা দিবসিনী।
মদিনা হলো শান্তি ভূমি,
নবীর বাণী ছিল সুমী।
মক্কা হলো শেষ বিজয়,
ক্ষমার মহান নবীর পরিচয়।
শেষ বাণীতে বিদায় দিলেন,
জীবন সুধা সকল পেলেন।
নবীর জীবন আদর্শ মহান,
মানবতার চিরো প্রমাণ।
প্রত্যাশা
একটি ছায়া হেঁটে চলে,
আলোর পথে প্রতিক্ষায়,
তার হৃদয়ে আশা জ্বলে,
নতুন সকালের প্রত্যায়।
মনের কথা নিরবে বলে,
শূন্যতা ভরাতে চায়,
দিনের শেষে সন্ধ্যা গড়ে,
কল্পনারা রঙিন হয়।
ক্ষুদ্র কাগজ ভাঁজে ভাঁজে,
বয়ে চলে স্বপ্নের স্রোত,
হারিয়ে যাওয়া মুদ্রা বলে,
যে আশা তবু নেই অন্ত।
প্রত্যাশা হয় দূর বিস্তৃত,
ছুঁতে চায় অচেনা আকাশ,
তবুও হৃদয়ে রেখা আঁকা,
একদিন আসবে শান্তির বাতাস।
প্রথম প্রেমের আলো
যৌবনের প্রথম প্রেমে মিশে,
আল-কোরআনের প্রতিটি বাণী,
হৃদয় ছুঁয়ে যায় অজানা পথ,
নামাজে পাই শান্তি অবিরাম ধ্বনি।
প্রথম ভালোবাসা সেজেছে পরম,
সিজদার মাটিতে মাথা রাখি,
প্রতি রাকাতে জুড়ে থাকা প্রেম,
স্রষ্টার স্নেহে সিক্ত হয়ে থাকি।
রাতের তারার নীরবতা ভেঙে,
তাহাজ্জুদের সুরে মিশে যাই,
আশার দোয়া কবুলের তরে,
নিঃশব্দে আল্লাহর কাছে চাই।
একদিন সেই অপেক্ষা ফুরাবে,
দোয়াগুলো হবে বাস্তবতা,
প্রেম-ভালোবাসার সবটুকু আলো,
আমার জীবনের হবে আলোকময়তা।
মৃত্যুর আহ্বান
রাত যতই দীর্ঘ হোক,
আলো আসবেই একদিন।
জীবন যতই দীর্ঘ হোক,
ফুরাবে তোমার সেই দিন।
মসজিদে না গেলে যদি,
খাট আসবে ঘরে ঠিকই।
কবরের ডাক আসবেই,
শেষ হবে জীবনটাই।
মানুষের কথা ভেবে,
সারাটা জীবন কাটালে।
শেষে তারা বলবেই,
“ইন্না লিল্লাহ” বলে।
বুকভরা আশা নিয়ে,
বেঁচে থাক যতক্ষণ।
মৃত্যুর ডাক আসলেই,
থামবে না আর কাঁপন।
প্রার্থনার সময় ফুরোলে,
সবাই ফিরবে আপন ঘরে।
তুমি শুয়ে থাকলে শুধু,
কবরের মাটির স্তরে।