আমি চাই
আমি চাই দেখিতে পাখিদের,
ডানা মেলে উড়ে যাওয়া।
আমি চাই দেখিতে ভোমরার,
গুণ গুণ গুণ গান গাওয়া।
আমি চাই দেখিতে নীল আকাশে,
সাদা সাদা মেঘ ভেসে বেড়া।
আমি চাই দেখিতে এই অপরুপ,
শোভায় লজ্জা পাক নিন্দুকেরা।
আমি চাই দেখিতে এঁকেবেঁকে চলা,
নদীগুলো দুর দেশে বয়ে যাওয়া।
আমি চাই দেখিতে কুলকুল ধ্বনিতে,
সুমোহিত সুরে সুরে সুর নিয়ে বওয়া।
আমি চাই দেখিতে পাহাড় সৌন্দর্য,
দৃশ্য মান অপরুপ ঝর্ণা ধারা।
স্বপ্ন জাগার আশা আকাঙ্খায়,
ডানা মেলে রঙিন প্রজাপতিরাও।
একাকিত্ব
একাকিত্ব আমার ছোট জীবন,
আমি ভাবি সারাদিন এক মন।
আমি আকাশ বাতাস চন্দ্র সূর্য,
গ্রহ তাঁরা আর বিরামহীন মেঘ।
একাকিত্ব নিঃসংগ ছোট জীবন,
একা একা ঘুরি ফিরি নিয়ে মন।
একাকিত্ব ভালোবাসাহীন বটে,
একাকিত্ব, নিঃসংগতায় কাটে।
একাকিত্ব জীবন দেয় না মায়া,
কাহারো কাছে পায় না আদর।
একাকিত্ব অভিশাপ আনে ডেকে,
সাহস পায় না কাহারো থেকে।
একাকিত্ব জীবন শুধু সংগ্রাম,
একাকিত্বের ঝরঝঞার প্রকপ।
একাকিত্ব জীবন পায় না কভু,
প্রিয়ার একরাশ ভালোবাসার সঙ্গ।
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।