কবি কামাল মাহমুদ জয়
আছে ভালবাসা, নেই শুধু অধিকার,
মন বলে চুপে চুপে—তোমার আমি, বারবার।
নদীর স্রোতে ভেসে যায় কূলের আশা,
স্পর্শের আড়ালে তবু জেগে থাকে ভালোবাসা।
কাছে থেকেও দূরে, কত অদৃশ্য দেয়াল,
চোখে চোখ মেলে, তবু সব কথা অচেনা তাল।
অধিকারহীন প্রেমের এক অদ্ভুত নীতি,
যা চায় না কিছু, কেবল দেয় অনুভূতির গীতি।
মায়ার বাঁধনে বাঁধা, মুক্তির নেই ঠিকানা,
অধিকার ছাড়া ভালোবাসা যেন দহন আর বাসনা।
হৃদয় গোপনে রচনা করে আশা,
যদিও জানি—তুমি আছ, নেই অধিকার পাশে বসা।
পৃথিবী বলে—প্রেম মানে পাওয়া আর ছোঁয়া,
আমরা বলি—এই টানেই আছে অমর হওয়া।
দূরত্বের সুরে বাঁধা আমাদের গান,
আছে ভালবাসা, তবু মনের তৃষ্ণা অজান।
যতই থাকুক বাধা, হার মেনো না, মন,
অধিকার না থাকুক—ভালোবাসাই হোক জীবন।