কলমে: কামরুন নেসা লাভলী
প্রিয়ার লালিত স্বপ্নকে আপন করে নিয়ে
আজও ঘুমায় পৃথিবীতে চির চেনা অবুঝ মন
কখনও কখনও আকাশের মেঘ থেকে
তাঁরা খশে পড়ে , প্রিয়াকে অবাক করবে বলে !
কখনও বা,
মুক্ত বাতাসে প্রিয়ার চুল হাওয়ায় মেলে
সমুদ্রের তীব্র গর্জন কখনও বা থেমে যায়
তাতে প্রিয়ার মুখ দর্শন করবে বলে ,
বৃক্ষ ছায়ায় শান্তিতে বসে
সুখ নীড়ে গাইবে গান
কখন ও পাখি হয়ে উড়বে আকাশ জুড়ে
প্রিয়ার হৃদয় খানিকটা
শিশিরের শব্দে প্রিয়ার ঘুম ভাঙাবে বলে
ঝড়বে শিশির আপন মনে
অথবা প্রিয়ার মুখ লুকাবে
কোনো নির্ভরতার ভালোবাসার কাছে ।।