০১-মেট্রোরেল
পট পট পট
চলে খট খট,
নেই যানজট
লাগে কি বিকট!
চলে একটানা
শুনেনাযে মানা,
গন্তব্য ঠিকানা
সেটি তার জানা!
লাগিয়ে কপাট
নিয়ে নে চপাট,
মাঝে কি ঝঞ্জাট
বুঝেনাতো কট!
মাঝে মাঝে হর্ণ
শোনে যাই গান,
দাঁড়াতেই টান
চলে শুনশান!
বলি কভু দাঁড়া
দেখায় কি তাড়া,
শোনেনাতো কড়া
মানুষের গড়া!
সময়ের শেষে
রেখে যায় হেসে,
আলতোর বেশে
নামতে নিমিষে!
০২- ইতিহাস
ফট মেরে
চট করে,
শিক্ষা ঘরে
দিছে ওরে!
ডলি আপু
বলো বাপু,
ভেবে মেপো
গুণে জপো!
মোরা নারী
সব পারি,
খাঁচা করি
ভেঙে উড়ি!
দিন শেষ
শূন্য ডেস,
রেখে বেশ
দিবে দোষ!
তা হবেনা
সব জানা,
মিলে ডানা
নারী গুণা!
নারী আছে
মোনালিসে,
নর পিছে
ইতিহাসে!
০৩- এক ভরসা
মন খারাপ
কিসের পাপ,
দেখায় ধাপ
বুঝেনা মাপ!
দশা বেহাল
হলে অকাল,
দিও সামাল
না ছেড়ে হাল!
এক ভরসা
রেখোয় আশা,
জ্বেলে পূর্বাশা
দিবে সে ঊষা!
সত্যের বাণী
বিরাট খনি,
মানিও গুণী
কি এলোমনি!
পরীক্ষা দিও
ধৈর্য্য ধরিয়ো,
স্বপ্ন বুনিয়ো
একা ডরিও!
পেতে সুফল
ফেলবে জল!
বছর কল
থাকেনা ঢল!
কভু হতাশা
বাঁধলে বাসা,
আঁধারে বসা
দিও পিপাসা!
মানুষ পায়
যা সে’তো চায়,
খুঁজো কোনায়
যা ভরসায়!