কলমে: এম এ লতিফ
ফাগুন এলে কুড়াইবো ফুল
জুঁই চামেলি টগর বকুল,
মালা গেঁথে পরাবো তোমায়
সয়না দেরি আর প্রিয়,
বলো তুমি নেবে তো মালা
যে ফুল দিয়ে সাজাবো আমি বরণ ডালা,
সেদিন না হয় আপন করে নিও প্রিয়!
স্বপ্নে বিভোর উতলা মন
স্পর্শ সুখে হারাবো দুজন,
যদি আমায় দাও গো একটু স্পর্শ সুখ,
আঁড়ালে করে থেকো না প্রিয়,
আমি দিবো গো অঞ্জলি
মনের আবেশে সুখের পরশে
একটু ছোঁয়া পেতে আমি হবো তোমারি!
আমি ফাগুন এলে কুড়াইবো ফুল
জুঁই চামেলি টগর বকুল,
গাঁথবো মালা বিনি সুতোয়,
তোমার সুখটারে আপন করে নিও প্রিয়,
বলো তুমি নতুন নামে ডাকিবে আমায়,
যে নামে তুমি সুখী হতে পারো!