০১- ফুটন্ত গোলাপ
আমি ফুটন্ত গোলাপ কে ভালোবাসি
অন্য ফুলকে নই!
আমি শুধু তোমাকে ভালোবাসি
অন্য মেয়েকে নই।
বিশ্বাস করো আমি তোমার প্রেমিক
তুমি আমার প্রেমিকা,
জানে আকাশ জানে বাতাস
স্বাক্ষি তরু লতা।
তোমাকে ছারা আমি বাজবোনা
ওগো আমার কবিতা।
তোমার জন্য হাসতে পারি, তোমার জন্য মরতেও পারি,
কাঁদতেও পারি তোমার জন্য।
তুমি শুধু আমার ওগো আমার কবিতা।
ফুলের পিছু পিছু যেমন ভ্রমর ঘুড়ে
তেমনি করে করে ঘুরি আমি শুধু। তোমার ভালোবাসা পাবার জন্য।
তুমি আমাকে ফিরিয়ে দিওনা
ওগো আমার কবিতা।
০২- বীর সৈনিক
শোনও শোনও
এই বাংলার মানুষ.
তোমরা কি দেখে ‘ছ”
কখন ও স্বাধীন দেশ আমাদের। আমরা গিয়ে ঝপে ঝারে
যুদ্ধ করছি যাদের সাথে
বাংলা ভাষার জন্য।
দিয়েছে যারা প্রান
এখনও দেখা যায়
তাদের রক্তের নিশান।
রাঙ্গিয়ে দিয়ে গেছে এই দেশকে।
০৩- জলের বুকে
আমি নদী তুমি জল
আমার বুকে বহমান তুমি
করো ধ্বন্নি ছলও ছল।
আমি মিন তুমি মাছ
আমি লতা তুমি গাছ,
আমি তোমার কোথা বলিনা
বরং আমার কোথা হয়ে
ঝরে পরে ধারার বুকে।
তাও সকলে পারে খাবার
কেউ বা ইচ্ছাই আবার
কেউ বা অন ইচ্ছাই।
আমি এজীবনে স্বপ্ন দেখতে চায়না
কিন্তু রাত আমাকে স্বপ্ন দেখায়
তা আবার ভেঙ্গে দেয় অনায়আসে।