মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কের দুই দু-ধারে কচুরিপানার ফুল ফুটে মুগ্ধতা ছড়াচ্ছে। অযত্নে-অবহেলায় আপনা-আপনি ফোটা হাজার হাজার ফুলের কোনো গন্ধ না থাকলেও নান্দনিক রূপে মুগ্ধ সড়কে চলাচল করা যানবাহনের পথচারিরা। এমনটি সৌন্দর্য দেখা যায় উপজেলার গ্রামপাঙ্গাসী হাটপাঙ্গাসী আঞ্চলিক সড়কের উত্তর পাশে। স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, আঞ্চলিক সড়কের দু’পাশের দীর্ঘ জলাশয় বছর তিনেক আগেও পরিষ্কার ছিল। স্বচ্ছ পানিতে মাছ চাষ করা হতো। দিনে দিনে বিস্তীর্ণ এ জলাশয় কচুরিপানায় ভরে ওঠে। এরপর ফুল ফুটতে শুরু করে। যা সত্যিকার অর্থে সবাইকে মুগ্ধতা ছড়াচ্ছে। উপজেলা ঘুরে সরেজমিনে দেখা যায়, যেন ফুলের চাদরে ঢেকে আছে আঞ্চলিক সড়ক-মহাসড়কের দুপাশের জলাশয়গুলো। কেউ কেউ এসব সড়কে দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে জলাশয়ের পাশে দাঁড়িয়ে একটু উপভোগ করে নিচ্ছেন এ সৌন্দর্য। অনেক সৌখিন আলোকচিত্রী ক্যামেরা বন্দী করছেন এ মনোরম দৃশ্য। উপজেলার এরান্দহ গ্রামের রাজিয়া সুলতানা বলেন, এই কচুরিপানাকে এত দিন আগাছা বলেই জানতাম। কিন্তু সেই কচুরিপানার ফুলে যে এত মনোমুগ্ধকর দৃশ্য না দেখলে বুঝতাম না। সত্যিকার অর্থে উপজেলার আঞ্চলিক সড়কের দু’পাশে মুগ্ধতা ছড়াচ্ছে কচুরিপানার ফুল।