০১- কি সুখে আছো তুমি
কি সুখে আছো তুমি দূর অজানায়,
আমার খেয়াল কি আসে তোমার মায়ায়?
নিভৃতে বসে থাকি, ভাঙা মন নিয়ে,
তোমার স্মৃতি আজো হৃদয়ে বয়ে।
পাহাড়ের চূড়ায় নাকি সাগরের ঢেউয়ে,
কোন ভোরে জাগো তুমি কুয়াশা মেঘে?
তোমার হাসি কি এখনো রঙ ছড়ায়,
নাকি স্মৃতিরা শুধু হাওয়ায় ভেসে যায়?
তারার আলেয়া কি চেনায় তোমায়,
আমার চোখের ভাষা জানে কি হাওয়ায়?
কি সুখে আছো তুমি দূরের দেশে,
ভালোবাসা কি রয়ে গেছে মনের বেশে?
পথের ধারে আমি খুঁজি তোমায়,
স্বপ্নে ভাসে মুখ তোমার মায়ায়।
তুমি দূরে থাকো, আমি মনকাব্যে বাঁধি,
কি সুখে আছো তুমি—জানবে কবে সখী?
০২- নীরবতা
আর শব্দ সাজাবো না, ক্লান্ত আমি,
মনের ভেতর গুমরে মরে যত ভাবনা।
কাগজ ভিজিয়ে ফেলি অশ্রুর জলে,
তবু মেলে না আর মধুর ভাষা।
রাতের আকাশে তারারা নীরব,
যেমন আমার গানে আর সুর নেই।
কলমও থেমে গেছে, ক্লান্ত সে বোধহয়,
যে গল্পগুলো লেখা হয়নি, সেই গল্পেই।
তবুও বাতাসে ভেসে আসে পুরোনো স্বর,
কবিতারা ঘুমায় না, ফিরে আসে আবার।
হয়তো একদিন আমিও লিখবো কিছু,
যখন বিষণ্নতা গলে হবে নতুন প্রহর।