কলমে: কামরুন নেসা লাভলী
আজ আমি আমাকে চিনতে দ্বিধান্বিত —
না, আমি হতে পারিনি লিওনার্দো দা ভিঞ্চির
ঠোঁটের কোনে নির্লিপ্ত হাসির
সেই অপূর্ব মুখশ্রী মোনালিসা হতে
না, আমি হতে পারিনি চন্ডীদাশের রজকিনী
এমনকি, আলাওলের অপরুপা পদ্মাবতী
অনার্য ছেড়ে আর্যে এসেও আমার বাঁধা।
কবি গুরুর প্রিয়া মানস কন্যা আমি নই ,
নজরুলের বিদ্রোহী রূপ আমায় নাকি মানায় না
তবে আমি কেন পারিনা জসীমউদ্দিনের মতো —
পল্লী মায়ের কথা বলতে।
জীবনানন্দের বনলতা সেন ,
প্রিয় কে দু ‘ দন্ড শান্তি
সে ও নাকি আমা হতে দূরে , বহু দূরে।
গোবিন্দ দাসের সরলতার কাছে আমি অতি তুচ্ছ ;;
হেলাল হাফিজের কঠিন স্বর
মিছিল যাওয়ার আহবান —
সব নাকি মিথ্যে হয়ে গেছে।
তাহলে কোথায় আমার অস্তিত্ব ?
তাই – তো আজ আমি আমাকে চিনতে দ্বিধান্বিত ।।