সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
দেশে বন্যা আক্রান্ত এলাকায় দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশর উপহার সামগ্রী বিতরণ চলছে। তারই অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জে বন্যা আক্রান্ত ৬০ টি পরিবারের মধ্যে হাঙ্গার প্রজেক্টের উপহার পৌছে দেন, জামালগঞ্জ পিএফজি, বিকশিত নারী নেটওয়ার্ক জামালগঞ্জ, কন্যা শিশু এডভোকেসি ফোরাম জামারগঞ্জ, ইয়থ এ্যান্ডিং হাঙ্গার জামালগঞ্জ, সুজন-সুশসনের জন্য নাগরিক জামালগঞ্জ ও গ্রাম উন্নয়ন দলের সদস্যবৃন্দ।
শুক্রবার বাদজুম্মা জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ পিএফজির নারী এ্যাম্বাসেডর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পিএফজি সদস্য আব্দুল মালেক, দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার, বিশ্বম্ভরপুর উপজেলা পিএফজির সমন্বয়কারী ফুলমালা, জামালগঞ্জ উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস চেয়রাম্যান, পিএফজি সদস্য, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, জামালগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, জামালগঞ্জ সদর ইউপি সদস্য মমিন মিয়া, ভীমখালী ইউপি সদস্য ও পিএফজি সদস্য আলেয়া বেগম, ইউপি সচিব গুণেন্দ্র কুমার তালুকদার, আওয়ামী লীগ সদস্য ও পিএফজি সদস্য তাহমিনা আক্তার, বিকশিত নারী নেট ওয়ার্ক সুনামগঞ্জ জেলা সভাপতি কল্পনা বেগম, সদর ইউনিয়ন সভাপতি শাহীনা আক্তার, জামালগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক পিএফজি সদস্য লতিফা আক্তার, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী হারান চন্দ্র ধর ও সাইফ উল্লাহ প্রমূখ।