শিক্ষা হলো আলোর পথ,
মনের জ্ঞানের সাথে রব।
বিশ্বাস তুলে আনে সময়ের গতি,
জ্ঞান আলোকিত করে মনের তাপতী।
বোঝার পথে আলোক জ্বলে,
বিশ্বাসের চালে আগামী বুকের বলে।
পথ হলো শিক্ষার মুক্ত সেতু,
বিশ্বাসের স্নায়ুগুলি রক্তে সেবা দেতু।
শিক্ষার আলো নিয়ে চলো,
জ্ঞানের রব দেখানো তোমার আগামীর সূত্র।
শিখুক এই জীবনের সমুচ্চয়,
আলোর সমুচ্চয়ে তুমি থাকো সব সময়।
শিক্ষা আলোর জ্বালা, জ্ঞানের পথ প্রদর্শন।
চেতনার অগ্নিস্নায়ু, চিহ্নিত প্রতিচ্ছবি সৃষ্টি করে।
প্রজ্ঞার দীপ্তি সবুজ হাসির ছায়ায় পূর্ণিমা ফুলে,
বিশ্বাসের সারা ভিত্তি শিখা, হৃদয় ধারা জীবনের সূত্র।