কলমে: আসমত আলী
চোখের পানি মোছ মাগো
কেঁদো না আর তুমি
হাজার আবরার দাঁড়িয়ে দেখো
বাঁচাতে মাতৃভূমি ।
আকাশ বাতাস সাগর নদী
বলছে দেখ ডেকে
সবার মাঝে আবরার জাগে
কইছে মাটি হেঁকে।
নবীন যুবক ছাত্র কৃষক
আমি আবরার বলে
সবার মাঝে থাকবে বেঁচে
জমির আসমান তলে।
দেশের মাটির প্রতি কণায়
আবরার বেঁচে রইবে
রুখতে সকল দুর্নীতিকে
নীতির লড়াই বইবে।
ডাকছে তোমায় মাগো তুমি
চোখটি খুলে দেখ
আবারার জাগে জগৎ মাঝে
শান্তি সুখে থেকো।।