মোঃ জাবেদুল ইসলাম
হালকা হাওয়ায় নদীর কুলে,
শরৎ এলো হেসে।
নীল আকাশে মেঘগুলো সব,
বেড়ায় ভেসে ভেসে।
আর্শ্বিন মাসে শরৎ এলো
নদীর কুলে কুলে।
কাশফুল গুলো সবাই মিলে,
যাচ্ছে দুলে দুলে।
কাশফুলের ডগায় ডগায়,
উড়ছে প্রজাপতি।
ফড়িং গুলো করছে তাঁরা
দারুণ মাতামাতি।
শরৎ এলো রাণীকে নিয়ে,
শরৎ পরন্তবেলায়।
শরৎ কালে মনটা আমার
কাটে অবহেলায়।
কবি: মোঃ জাবেদুল ইসলাম,
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা,
লালমনিরহাট, বাংলাদেশ।