মহসিন আলম মুহিন, বিশেষ প্রতিনিধি
অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার অন্তর্গত খামার গ্রাম নিবাসী মরহুম আলহাজ্ব আবুছাইদ সরকার সাহেবের ছেলে ★ মোঃ নুর নবী সরকার অদ্য-২৪/১০/২০২৪ ইংরেজি, রোজঃ-বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকাতে দুপুর ১ঃ০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন-ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে শোক সহ্য করার তাওফিক দান করুন। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।★ মরহুম নুর নবী সরকার হলেন-(আমার উকিল মেয়ের জামাই)-গোপরেখী নিবাসী মরহুম মোসলেম উদ্দিন মুন্সির মেজো মেয়ের জামাই এবং মোঃ আবু ইউসুফ মুরাদ মুন্সি ও মোঃ রানা সামি-ওরফে মাসুদ মুন্সি সাহেবের ভগ্নিপতি এবং মোছাঃ আলিফ ও মোছাঃ মাঈশার বাবা।
মরহুমের নামাজে জানাজা বাদ ফজর-২৫/১০/২০২৪ ইংরেজি, রোজঃ-শুক্রবার সকাল-(৬ঃ৩০)-ঘটিকায় গোপালপুর পিলার মসজিদের সম্মুখে অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে মরহুমের মরদেহ খুকনী আটারদাগ কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করার উদ্দেশ্যে রওয়ানা হবে-(তথ্যঃ- নির্ভর যোগ্য সুত্রে পাওয়া)।।