মোঃ জাকিরুল ইসলাম জাকির
অন্দর মহলে বন্ধুর প্রবেশ
সংসার জীবন হবে শেষ।
বন্ধুকে কেউ ডেকনা ঘরে
সুযোগে সর্বনাশ করবে পরে।
বাবা মায়ের কড়া ধমক
বন্ধুকে কখনো দিওনা চমক।
বন্ধু আছো বন্ধু থাকো
বন্ধুকে ঘরে কেন ডাকো?
বন্ধুর আগমনে ঘরের খবর
সমাজের বাহিরে হবে চাওড়।
বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক
বন্ধু ঘরে নাহি আসুক।
বিপদে আপদে বন্ধুর পরিচয়
বন্ধুত্ব যেন না হয় অভিনয়।
বাহিরের বন্ধুত্ব বাহিরে থাকুক
বন্ধুত্বর বন্ধুত্ব হবে স্বার্থক।
স্বার্থের টানে বন্ধু হবে
স্বার্থ ফুরালে চলে যাবে।
অশান্তির আগুনে জ্বলবে সংসার
সুখের সংসার হবে ছারখার।