শিক্ষা যদি না থাকিত, উঠিত কী আওয়াজ উচ্চস্বরে?
যদি না থাকিত শিক্ষা গুরু, কে দানিত প্রতি বর্ণে।
অজ্ঞ চির থাকিতাম, জ্বলিত না শিক্ষার আলো,
শিক্ষক আপনি জ্বালিয়ে প্রদীপ, ভবিষ্যৎ করিলেন ভালো।
চারিদিকে ডাক্তার- পুলিশ, বিজ্ঞানের ঘরে বসে,
সবাই আজ উচ্চপদস্থ, আপনি কারণে।
দিন- মজুর সেও আছে, আপনিও তার গুরু,
মনুষত্বের শিক্ষা নিয়ে জীবিকা করেছে শুরু।
আপনি চরণে ঈশ্বর আছে, পদ ধূলিতে সোনা ঝরে,
আপনার শাসন শিখিয়েছে সত্য সবার আগে।
প্রনমি তোমায় শিক্ষা গুরু, পিতা- মাতার পরে,
যদি কেউ চাই শুভ কামনা আপনি সবার আগে।
শিক্ষা দিয়ে গড়েছেন আপনি সমাজ কারিগর,
সত্যের জন্য যেন সত্য হয়, বিপদে না করি ভয়।
দেওয়ার মতো নেই কো গুরু আপনার চরণ তলে,
আপনি দিয়েন যাহা আছে আপনার জ্ঞানের ঝুড়ি খুলে।
প্রণমি আমি চরণে তব, সূক্ষ্ম অভিলাষ মনে,
পর জনমে হইয়েন গুরু, শিক্ষা দিয়েন মোরে।
চম্পা মান্না
আগয়া :আকছড়া: পশ্চিম মেদিনীপুর; পশ্চিমবঙ্গ ;ভারতবর্ষ।