কলমে: মোঃ আব্দুল রহমান
একাই ছিলাম ঐ পুকুরের পাড়ে,
দেখি হাঁসগুলো নিদারুণ খেলা করে: কত ডাকাডাকি,
হৈচৈ, কোলাহল ! তাদের আনন্দ মুখর মেলা বসেছে!
চির বসন্তের আভায় ডানাগুলি মেলেছে!
পাশের ক্ষেতে চাষের গন্ধে সাদা বকগুলির হাট বসেছে, নীলে দেখি শঙ্খচিলেরা ঝাঁক মেলে উড়ছে!
ঠিক সেই সময়, হঠাৎ করে ভেসে এল এক সুর!
পিছন ফিরে দেখি ঐ কৃষ্ণচূড়ার ছায়ায় কে যেন ডাকছে; ভীষণ চেনা ডাক, কিন্তু কে?
বুকটা কেঁপে উঠল! বললাম, আমার পারুল নাকি?
নয়ন মেলে দেখি, চেয়ে চেয়ে থাকি, কেবল আঁকি!
বিরহ আবেগ নিয়ে হৃদয়ের টানে ছুটে গেলাম;
কিন্তু হায়! কেউই নেই। হঠাৎ করে মনে পড়ল:
পারুল তো আমায় ছেড়ে চলে গেছে, আর ফিরবে না বলেছে, ইশ! দু-নয়ন বেয়ে নোনা জলে সিক্ত হল বুক।
কোথায় চির সুখ? আমি তো তাকে চেয়েছিলাম,
একসাথে ঘর বাধার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু হায়, সে সব কোথায়? চোখ মেলে দেখি, আজো ঐ বটবৃক্ষের গায়ে নাম দুটি খোদায় করে লেখা; সায়ন + পারুল!
হৃদয়ে মোচড় দিল, বানভাসি জলে আঁখি ভাসল,
মনে একে একে উদয় হল; ঐ সরষে খেতে একসাথে পথচলা, পুকুর পাড়ে কলমি লতার ফুল তোলা, পাশাপাশি বসে ফিসফিস করে কথা বলা, কলার মাড়ে ভেসে ভেসে স্বপ্ন গুলোকে সাজানো! আহ্ কত কিছু!
ইশ, এখন কেবল স্মৃতি ! সাঁঝের জোছনায় যখন আকাশ পানে চোখ মেলি, দেখি পারুল ডাকছে আমায়। কিন্তু না, চাঁদের রূপালী আলোতে ভেসে উঠল তার মধুর ভালোবাসার কথা! কিন্তু হায়, এখন সে সব কেবল স্মৃতি ! ইশ, যদি একবার প্রেম আসত!
যদি একবার সে নীলে ডানা মেলত!