কলমে: মো: লিটন হাসান জয়
আমি একজন ছাত্র তোমায় দেখা মাত্র ভালোবেসে ছি
আমাকে ফিরিয়ে দিও না,
প্রেমিক হয়ে এসেছি৷৷ সবকিছু ছেরে,
তোমায় পাবো বলে।
পড়াশুনা আমার জাহান্নামে গেছে চলে
আমাকে ডিনাই করোনা।
দেশের আমি ভবিষ্যৎ
মন্টাই আমার বরই শৎ
দেশ গরবো বলে।
পলেটিক্সে নামলাম আমি
সন্রাসীদের দলে, যেতে বাধা দিওনা।
আমি যখন ইচ্ছে করি
যেখানে – সেখানে লাইন ধরি
চাঁদা নিবো বলো!
দোকান পাটে আগুন লাগাই
কেরাসিন ঢেলে,
ডিনাই করোনা আমায়।
পুলিশ যখন আমায় ধরে দেই
জেল হার্যতে যেতে বাধা দিও না।
বড় ভাই কে সংবাদ পাঠাই
টেলিফোন তুলে
আমাকে হতাশ করো না।
দু” দিন পর ছারা পেয়ে থাকি
আমি শুনাম পাবো বলে
শুধু তোমাকে ভালোবাসি।
এসপি সাহেব কে টান্সফার করলেন বান্দরবন অঞ্চলে।
অবশেষে আমার জীবন হলো
পুড়ে ছারখার কিছু নেই বলে।