কলমে: মোহাম্মদ ইব্রাহীম মুন্সী
হে সমুদ্র,
আমি আর পারছি না সাঁত্রে
বড়ই ক্লান্তি দুই বাহু শিরে,
বিষ ব্যথায় নির্ঘুম চোখ দুটো রক্তে রঞ্জিত
আমার রক্তচক্ষু কত প্রাণে হৃয়ক্রিয়া বন্ধ করেছে,
আমি আর পারছি না সাঁত্রে,তোর অসীম জলে।
সমুদ্র তোর গভীরে জল কত ?
কত নাউ ভাসে তোর বুকে,
আমাকে নিতে আসে না কেউ
আমি যে ক্লান্ত,বড্ড ক্লান্ত সমুদ্র
ঢেউয়ের গর্জন শুনে আমি আর পিছু দেখি না ফিরে
সমুদ্র কত দূর তোর কিনার,আমি আর পারছি না।
সমুদ্র,তোর বিশালতায় ডুবেছে নীলকাশ
কত রঙ মেঘে,মেঘে খেলে আলো ছায়া,
দু’হাত,দু’পা হয়েছে অবস আর পারছি না সমুদ্র
তোর লোনাক্ত জল ডুকেছে রক্ত শিরায়
বড্ড ব্যথায় আমি ক্লান্ত সমুদ্র,আমি আর পারছি না।
সমুদ্র,তোর বুকে ভেসে গেছে স্মৃতি পাতা,কত স্বপ্ন
তোর জলে ভাসে আমার প্রিয়তমার মূখচ্ছবি,
সে ভেঙ্গেছে স্বপ্ন কুঠির,মাঝ খুঁটি
ভেঙ্গেছে হৃয়পিণ্ডে ঝমে থাকা আত্মবিশ্বাস
যখন জ্বলে মনে প্রেমের বীজ,ঝাঁপিয়ে পড়ি তোর জলে
সমুদ্র,তোর জলে নিভে না আগুন,আমি যে পুঁড়ে খতবিক্ষত
সমুদ্র কত দূর কিনার,আমি যে ক্লান্ত,আর পারছি না।