(০১)- কঠিন হলেও সত্য
পরীক্ষার ফলাফল মেধার
সামান্য বহিঃপ্রকাশ মাত্র
বাস্তবে বেশিরভাগই সফল
হয় লাস্টবেঞ্চের ছাত্র।
ভালো ফলাফল ভালো
ভবিষ্যৎ দিবে ডাহামিথ্যা বাণী
ভালো ফলাফলে নয় ভালো
মেধায় হতে পারে একটা রাজ্যের রাণী।
মেধায় কেবল অর্জন হয়না
অধ্যয়নের কারণে
বাস্তবতা বুঝে যে জন
থাকে কঠিন অন্বেষনে।
প্রতিযোগিতা ভালো হলেও
প্রতিহিংসা নেতিবাচক
নিরস্ত্র লোককে ছেড়ে দেওয়া
উত্তম খেতাব পরিচায়ক।
পাশে থাকলেই বন্ধু হয়
যুগ-যুগান্তরের মিথ্যা আশা
কিছু মানুষ ছায়া হয়ে রুপ ধরে
বাস্তবে সে ধোঁয়াশা।
কঠিন হলেও বাস্তবতা
মেনে নেওয়া উচিত
ভুলে যাওয়া ভালো
সেটা হয় যদি অতীত।
(০২)- বন্ধন
বন্ধন হয় বিশ্বাস থেকে
শক্ত হয় এই সম্পর্ক
দৃঢ় হয় মনোবল দেওয়াল
তুলে পরস্পরের মাঝের তর্ক।
প্রথমত ভরসা চলে গেলে
ধ্বংস হয়ে যায় পুরো পরিবার
আর তা যথেষ্ট থাকলে কেউ
পারবেনা করতে ছাড়কার।
তারপর স্বার্থ ত্যাগ যত বেশি হবে
তত মজবুদ হবে এই সম্পর্ক
ঝামেলা এড়িয়ে যেতে অবশ্যই
পরিহার করতে হবে সব বিতর্ক।
জেতার আনন্দ থেকে হারার
আনন্দ শতাধিক সুখের হয়
যখন তা পরিবারকে ধরে রাখতে
হার টাকে দামি লাগে, মূল্যহীন জয়।
উপসংহারে অনেক ত্যাগ লুকিয়ে
আছে যা বাইরের মানুষ জানেনা
ভিতরের শান্তিপূর্ণ ধরে রাখতে কত
শ্রম দিতে হয়েছে তাও গায়ে লাগেনা।
(০৩)- বিরাম
আমি শান্তি দিতে না পারলে
চলে যাও তোমার সুখের নীড়ে
আমি আর চাইব না তোমায়
কখনো বলব না চলে এসো ফিরে…
আমি কীট আমি বিরক্তিকর
আমি কুশ্রী আমি তোমাতে নির্ভর
আমি মাকাল ফলের মতো ভেতর
থেকে বিশ্রী বাইরে অনেক সুন্দর।
তবে যাও তুমি চলে যাও
যাওয়ার পানে চেয়ে থাকি
বিশ্বাস কর আমায় ছাড়া সুখে
থাকলে ভিজবেনা আর আঁখি।
আমি ব্যার্থ, আমি অপদার্থ,
আমি ভীতু আমি অসফল
তুমি কষ্ট দাও তোমার দেওয়া
কষ্টে যদিও পড়েনা জল।
সবশেষে নির্বিশেষে আমি
শুধু মাত্র অসুখ তোমার জীবনে
চেষ্টা করি ভালো রাখতে সুখে
রাখতে ধৈর্য ধরছি প্রাণপণে
আমি নরক আমি যন্ত্রণা আমি
পাগল শুধু, তোমার জন্য বেদনা
আমি বিরহ আমি দুঃখ আমি
ব্যাথা দেই, তোমাকে দেই শুধু যন্ত্রণা।