কলমে: মোঃ আব্দুল রহমান
শিক্ষক বিনা জ্ঞানহীন যেমন সূর্য বিনা আলো,
জ্ঞান বিনা জাতি বিলীন ত্রিভুবন যেন কালো;
প্রণাম জানাই চরণে তোমার তুমি জ্ঞানভাণ্ডার,
তোমার আশীস্ প্রাণে আমার জগতের কাণ্ডার।
গড়েছ মানুষ তোমার শাসনে সভ্যতার বিবর্তনে,
জ্ঞান গরিমায় করেছ দীপ্ত ঐ যুগের অভ্যুত্থানে;
তোমার শিক্ষা আর অনুশাসনে সমাজের উন্নতি,
তোমার চিরন্তন স্নেহ অবদানে বিনাশ সদা দুর্গতি।
তোমার শিক্ষাদানে শিষ্যের হৃদে দীপ্ত রশ্মি অনন্ত,
হে শিক্ষাক তুমি অমর, তুমি সঞ্জীব, চির বসন্ত!
উঁচু নীচু জাতি ভেদাভেদ কখনো শেখাওনি মোরে,
জ্ঞান গরিমায় দিয়েছ শিক্ষা তুমি মন উজাড় করে।
তোমার রয়েছে জ্ঞানের সাগর কখনো হবে না শেষ,
ত্রিভুনে স্বর্গের অমর সুধা তোমাতে জাতির উন্মেষ;
সত্যের কাণ্ডারী অশেষ মহানুভবতা তুমি পিতৃতুল্য,
আঁধার জগতে সত্যের পথপ্রদর্শক তুমি মাতৃতুল্য।
শিক্ষক মানে অমর ভালোবাসা অমর ঐ শিক্ষাঙ্গন,
শিক্ষক মানে সমাজের মেরুদণ্ড তিনি বড়ই মহান;
তোমার আশিস্ আমার হৃদে হে জাতির পরিত্রাতা,
হে শিক্ষক! তুমি অমর, তুমি সঞ্জীব, বিশ্বের ছাতা!