কলমে: স্বপন সরকার
কুয়াশায় ঢাকা মানুষের মন,
চারিদিকে দেখে আঁধার
ভাবনায় থাকে কী যেন হয় কখন।
দিগন্তের পানে তাকিয়ে দেখে,
মেঘাচ্ছন্ন নীলাভ আকাশ
সূর্যকে দিয়েছে কালিমা এঁকে।
তরুছায়াময় সুস্নিগ্ধ সান্নিধ্য আজ,
করেনা মনে মৃদুস্পর্শ
শুনে শুধু ভায়োলিনের আওয়াজ।
কষ্টের নীলগুলো নীলাভ হয়ে,
হীম শীতল করে মনকে
অনিশ্চয়তার মাঝে দেয় তলিয়ে।
করেনা আকর্ষণ পাখিদের গান,
মনে ছিলো যতো গীত
তা-ও হয়েছে আজ বিলীন।
হৃদয়ে রক্তক্ষরণ হয় শুধু,
পারে না আনতে মনে বিপ্লব
চারিদিকে দেখে বলে ধূ-ধূ।
এমনি এক বিচিত্র জীবন,
বারবার কুয়াশায় আচ্ছন্ন হয়ে
সুখকে দেয় নির্বাসন।