কলমে: চন্দনা রাণী
খাইতেও মোবাইল যাইতেও মোবাইল
মোবাইল টা চাই সবখানে,,
বর্তমানে বসবাস আমার
মোবাইলেরি মাঝখানে।
প্রেমিক ছাড়া চলতে পারি
মোবাইল ছাড়া পারিনা,
মোবাইল ছাড়া কোন কাজে
মন যে আমার বসেনা।
খাচার ভিতর পাখি যেমন
ছটফট ছটফট করে,
মোবাইল ছাড়া তেমন আমি
কেমনে থাকি ঘরে।
জল বিনা মাছের
বাঁচা যেমন দায়,
মোবাইল ছাড়া আমি
থাকি কি উপায়?
মোবাইলটাই বুঝি প্রাণ এখন
মোবাইল ছাড়া বাঁচিনা,
মোবাইল ছাড়া রাতেও এখন
দু চোখে ঘুম ধরেনা।
বসবাস আমার ভর কলিতে
ডিজিটাল সব প্রযুক্তি,
মোবাইল ছাড়া অচল বিশ্ব
নাইরে অন্য যুক্তি।