কলমে: দেওয়ান পারভেজ
সবুজ সবুজ চির সবুজের বাংলা দেশ
সবুজের কমতি নেই যেনো এক লেশ।
যে দিকেই তাকাই শুধু সবুজেরি ছায়া
ক্লান্তির লগ্ন কাটিয়া দেয় সবুজের মায়া।
বাতাসে হেলে দুলে করে সবুজের খেলা
কি অপরূপ সুন্দর দেখতে সবুজের মেলা।
চারি দিকে সবুজ ঘিরে রেখেছে বাংলার মান
এই সবুজ বাংলাতে সৃষ্টির এক বড়ো দান।
দেখে বাংলার মাঠ ভরা সবুজ শস্যের হাসি
সবুজের রূপে মুগ্ধ হয়ে মায়ায় ভাসি।
সব ঋতুতেই দেয় সবুজ তার আভাস
বারোমাসি পাই বাংলায় সবুজের সুবাস।
এই রূপময় সবুজকে বড় বেশি ভালোবাসি
তাইতো বারবার সবুজের কাছে ছুটে আসি।
সকালের শিশির ভেজা সবুজের ঘাস
চারি দিকটায় ঘিরে রেখেছে বারো মাস।
যেদিকে যাও সবুজের নেইতো শেষ
এইত সবুজের সবুজ ময় বাংলা দেশ।