কলমে: সমরসেনা
পতাকা তুমি,
ছিনিয়ে আনা মায়ের ভাষা,
শিশুর বুলিতে, রক্ত পিপাসা।
পতাকা তুমি,
আগলে রাখ গণতন্ত্র,
দূরে ঠেলে গুপ্তচরা ঘুমন্ত।
পতাকা তুমি,
রক্ষা করো স্বাধীন ভূখণ্ড,
তাড়িয়ে অত্যাচারি পাষান্ড।
পতাকা তুমি,
আগলে রাখ পিলারে সীমান্ত,
উজ্জীবিত,যারা রাত জেগে ক্লান্ত।
পতাকা তুমি,
নোঙ্গর সাগরের জলরাশি,
দক্ষিণা ঢেউ এ নাবিকের হাসি।
পতাকা তুমি,
উৎক্ষেপিত হও মহাশূন্যে,
আকাশ সীমা মুক্ত মেঘের গর্জনে!
পতাকা তুমি,
উঁচিয়ে রাখ, দেশের সার্বভৌমত্ব,
বীরেরা আছে পাশে,রাখবে বীরত্ব।
পতাকা তুমি,
উর্বর রাখো কৃষকের ফসল,
কৃষকের হাসিতে সবুজ শ্যামল!
পতাকা তুমি,
বুকে ধারণ দেশের সংবিধান,
বীরসেনানি বীরের আত্মদান।
পতাকা তুমি,
চিকিৎসালয়ে রোগীর মুকুট,
ডাক্তার নার্স সেবা দানে অটুট।
পতাকা তুমি,
আদালতে আইনের শাসক,
অপরাধ দমনে বিচারের ঘোষক।
পতাকা তুমি,
শিক্ষাঙ্গানে দন্ডায়মান মেরুদণ্ড,
আলোকিত শিক্ষার আনন্দ।
পতাকা তুমি,
রাষ্ট্রের অভিভাবক,
বিশ্ব মানচিত্রে স্বাধীনতার বাহক।
পতাকা তুমি,
বহন করো জাতির পরিচয়,
মাথা নয় নত, জাতির অভয়।