কলমে: এম এ লতিফ
ইচ্ছে জাগে সারাজীবন ঘুমিয়ে থাকি
স্বর্গ দুয়ার মায়ের কোলে,
মা যে আমার বেহেশতের ফুল
আমি পাই যে সুন্দর বেহেশতের সুবাস
শুধুই আমার মায়ের কোলে,
দুঃখগুলো হার মেনে যায়
একটু ছোঁয়া মায়ের পেলে,
আদর স্নেহ ভালোবাসা মা ছাড়া যে
অন্য কোথাও নাহি মেলে!
জীবন নদীর খেলা ঘরে
কতোই না দুঃখ বয়ে চলে,
আমি দুঃখগুলো যাই যে ভুলে
একটু সোহাগ মায়ের পেলে,
করোনা কেউ অবহেলা
বৃদ্ধকালে মা যদি গো বুড়ো হলে,
কঠিন সাজা হবে তোমার
মরার পরে পরকালে,
মা যে সবার মাথার মণি
আল্লাহর হুকুম যেওনা ভুলে,
ইচ্ছে জাগে সারাজীবন ঘুমিয়ে থাকি
স্বর্গ দুয়ার মায়ের কোলে!