চাঁদের বাড়ি
চাঁদের বাড়ি দেখবে খুকি
খুব ধরেছে বায়না,
ময়ূরপঙ্খি দাও সাজিয়ে
আর কিছু সে চায়না।
চাঁদের বাড়ি থাকবে দু’দিন
খেলবে সেথায় খেলা,
ভাবছে খুকি মনে মনে
দেখবে তারার মেলা।
আমাদের পাখিগুলো
আমাদের পাখিগুলো
লাল নীল সাদা কালো,
কা কা হাঁকে কাকগুলো
দেখতে সে ভীষণ কালো।
টিয়ে পাখির কী’যে রুপ
পোষ মানে দেখতে ভালো,
দোয়েলের লেজটা ভারী
ঠোঁট তার দেখতে কালো।
বক পাখি শারদ সাদা
ময়ূর রঙে রঙ্গিন,
কোকিল কালো গায় সে দারুণ,
বুলবুলি বউ কথা কও
সে তো আরও দারুণ।
পশুদের কথা
হালুম হুলুম হাঁকছে বাঘ
সিংহ এলো তেড়ে,
বানর ঝুলে ডালে ডালে
কাঁঠবিড়ালি পেয়ারা খায় পেড়ে।
শেয়াল পন্ডিত অতি চালাক
হরিণ বোকা সোকা,
হাতির পায়েও ছোবল মারে
সাপ যদি পায় মওকা।