কলমে: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
শেরেবাংলা সোহরাওয়ার্দী ভাসানী মুজিব রবি নজরুলের এই বাংলা
পূর্ব দ্রাঘিমার একটা পলি জমা ব – দ্বীপ মাত্র,
কৃষি নির্ভর রুটি-রুজির নিন্মবিত্তের মানুষের গ্রাম বাংলায় বাস
বিকেলে অংশুমালী যখন পশ্চিম পাটে, কিষাণী বধূ অবসরে গল্পে হয় একত্র!
ফোটে উঠান কোনে জবা কামিনী গন্ধ রাজ
গোলাপ হাসনাহেনা কোন কোন আঙিনায় ফোটে,
কিষাণী বধূ গন খেজুর পাতার পাটি বিছায় বড় করে
সন্তান সবার উঠানে খেলে তারা একে অন্যের বিনুনি কাটে!
উঠানের পাশে চাপ কলে কেউ জলভরে নেয় ও বাড়ী
ঘরে ফেরা কর্মজীবী কৃষক গন দুপুর ভাত ঘুম পর গেছে মাঠে বা হাঁটে!
দেব জানি ভাতারের দোষগুণ ভাদ্দরবউ কে বলে
দিলো না শাড়ী চুড়ি এই পূজায় কেমনে ভাবো দিন-রাত ভালো কাটে?
ভাদ্দরবউ সাংবাদিকের মত পাড়ার খবর পাড়ে
কারো পরো কিয়া কার মেয়ে না বলে গেছে চলে,
পাঁচসাত নারীর চুল আঁচড়ান উকুন মারা সারি
যত আলাপ নিত্যখবর এক কথায় বিবিসি বার্তা এঁকে একে যায় বলে!
বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা মুক্তিযোদ্ধা ভাতা ছিলো সুখদুঃখ মিলে
কামলা কিশান দেয়া সব জন ছিলো না অভাব,
ছিলো থানা প্রশাসন মেম্বার চেয়ারম্যান আসন, জীবন নিরাপদ
আজ দ্রব্য মূল্য উর্ধগতি জীবন হারানোর ভীতি
পাল্টে গেছে চিরাচরিত বাঙালি স্বভাব!
দেশটা আজ মগের মুল্লুক কার কখন যায় জীবন
নারী কেন ডাক্তারি পড়বে হামলা মেডিক্যাল কলেজ,
প্রগতিশীলতার প্রতিবন্ধকতা রোজ রোজ নজর কাড়ে
সরকার বড়ই নির্বিকার ত্রানের টাকা চুরি, দেশ চালাবার নাই রাস্ট্র বিজ্ঞান নলেজ!