শালিক পাখির গান
শালিক পাখি ধরে গান
হেমন্ত কাল এলে।
শালিক পাখিরা মনের সুখে,
বেড়ায় হেসে খেলে।
হেমন্ত কালে কৃষক কাটে,
পাকা সোনালী ধান।
তাই দেখিয়া শালিক পাখির,
বইছে খুশির বান।
রাখাল ছেলে বাজায় বাঁশী,
হেমন্তের নতুন ঘ্রাণে।
শালিক পাখির গানের সুর,
বিঁধেছে মোর মন প্রাণ।
শিশির ভেজা ঘাসে
হেমন্তকালে ভোর বেলাতে,
শিশির ভেজা ঘাসে।
বিন্দু বিন্দু শিশির কণাগুলো,
মুক্তো দানায় ভাসে।
হেমন্তকালে ভোর বেলাতে,
শিশির ভেজা ঘাসে।
সেই ঘাসেরেই নরম ছোয়ায়
গাও খানি মোর শিরশিরে ওঠে।
হেমন্তকালে হিমেল হাওয়ায়
ফুলেরা মিলে সবাই।
শিশির ভেজা ঘাসের ডগায়,
সবাই মিলে নিজেকে হারাই।
কৃষকের মুখে হাসি ফুটে
কৃষক কৃষাণী মুখে।
——————————-
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।