আমাকে সে কোনদিন ভালোবাসি নি, করছে অভিনয়।
আমি ভালোবাসিতে যেয়ে সয়েছি অত্যাচার অপমান।
আপন করিতে যেয়ে হয়েছি ভিখারি
তাও মন খুজে পাই নি, সে ছিলো চরিত্রহীনা অর্থ লোভী।
শত জনমে শতবার ভালবাসিতে চেয়ে পেয়েছি অপমান।
তবুও ভালোবাসতে চেয়েছিলাম অনেক বার,
বারে, বারে অপমান অত্যাচার করছে আমার,
তবুও অভিশাপ নয় শুধু দীর্ঘশ্বাস ফেলেছি অনেক বার।
আমারে ঠকিয়ে কি সুখি হতে পারবে সারাজীবন ভর।
আমার ভালোবাসা ছিলো পবিত্র কোমলতাময়।
সে অর্থের লোভে আমার করছে আঘাত,
জরাগ্রস্ত করেছে মোর হৃদয় খান।
আমার সমগ্র শরীরে একে দিয়েছে আমার রক্তের ছাপ।
আমার ক্ষতবিক্ষত করেছে শীরীর, কত সয়েছি অপমান।
আমার সুখের দিন কেড়ে নিয়েছে ওই নরপিশাচের দল।
ওরা ব্যাভিচারি হিংস্র ওদের নরপশুর আত্না এক।
ওরা মানুষ নয় বোঝে না মানুষের মনের ব্যাথা।
ওরা মানুষের দূর্বলতা নিয়ে করে খেলা।
মানুষ ঠকানো ওদের নিত্য অভ্যাস।
ওদের বিশ্বাস করে হয়েছে আমার মহাপাপ।
কিন্তু আমার দমিয়ে রাখতে পারি নি।
স্রষ্টার কৃপায় আজ আমার সর্বত্রে সমগ্র জীবনের জয়।