কলমে: দীনহীন রাশেদ
বাবা মানে জীবনের মহা এক শক্তি
জীবনে প্রতি পাতায় পাতায় আছে সাক্ষী।
রোজ বিহনে বের হয়ে যায় বাবা,
রোজগার করবার তরে
রোদ বৃষ্টি ঝড় বাবার সবি হয় সমান
অনাহারে কাঁটে বাবার কত নিশি দিন,
ক্ষুধার্ত পেটে বাবার মুখ দেখায় মলিন।
বাবার গা হতে ঘামের গন্ধ ভেসে আসে
প্রতিটি ঘামের কণায় কণায় কষ্ট লুকানো থাকে।
নির্ঘুমে কাঁটে কত সহস্র রজনী
সন্তানের ভাবনা ভাবতে ভাবতে।
ভালো খাবার খায় না বাবা সন্তান খাবে বলে
ভালো কাপড় পড়ে না বাবা
সন্তান কে পড়াবে বলে,
ছেঁড়া কাপড় স্বাক্ষী তার ময়লায় পরিপূর্ণ।
সন্তানের ভাবনা ভাবতে ভাবতে
বাবা আজ বড্ড ক্লান্ত হয়ে গেছে
তবু বাবা সন্তানের ভাবনা নিয়ে বসে আছে।