আজ কাল
আজ কাল করিয়া তুমি
রাখিয়াছো কতো কাজ জমে,
ভাবিয়া কি দেখেছো তুমি
তোমার ভাগ্য রেখেছো দমে?
সময় বলে যাই আমি চলে
কাল করবে বলে রেখোনা বাকি,
দেখো তুমি কাল বলে কিচু নাই
শুধু মনেরি ভ্রম পরতেছো ফাঁকি।
সময়ের কাজ সময়ে করো
অযুহাত দেখাইও না মিছে,
ভাগ্যের চাবিকাঠি করো উন্নত
নয়তো পড়ে রবে পিচে।
কর্ম বিহীন চলেনা জীবন
কেনো করিবে কাজে অলসতা,
আজ না কাল করি
কেনো বলো তুমি অযথা।
কাল কাল ছারো তুমি
কর্মের প্রতি করো সাধোন,
নয়তো চলার গতিতে পড়বে তালা
হবে হাজারো স্বপ্নের নিধন।
নবীন
আমি নবীন ছোট্ট শিশু
জাতির নতুন কচি,
রোজ সকালে ফুটি আমি
সকল প্রহরের হাসি।
নতুন কুঁড়ীর নতুন ফুল
উঠছি আমি ফুটে,
আদর করে ডাকলে আমায়
আসবো আমি ছুটে।
আমার হাসিই হাসবে সবায়
ভরবে সবার মুখ,
খুসির ছলে ভুলিয়ে দিবো
সবার মনের দুখ।
দেখবে সবায় কাছে এসে
রাখবে সবাই কোলে করে,
কোমল গালে নরম হাতে
করবে আদর মনটি ভরে।