মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত হাটপাঙ্গাশী বাজার সড়কের ভগ্ন রাস্তা সংস্কার ও মেরামতের দাবিতে মানব বন্ধন অনুস্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর ২০২৪ মঙ্গলবার বেলা ৩ টায় হাটপাঙ্গাসী বাজার এলাকায় এ মানব বন্ধন অনুস্ঠিত হয়। উল্যেখ্য সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বাজার সড়কটি চলাচলের অনুপযোগি হয়ে পড়ছে। সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে একটু বৃস্টি হলেই কাঁদা ও পানি জমে থাকে এবং প্রতিনিয়ত ঘটে নানা ধরনের দূর্ঘনা। এদিকে উপজেলার হাটপাঙ্গাসী বাজার সড়কে বিভিন্ন ছোট বড় ও ভারী যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। তাছাড়া সড়কের বিভিন্ন জায়গায় গর্তের কারনে আটকে পড়ে। ফলে প্রায় সময় যানজট লেগেই থাকে। বিশেয করে শনিবার ও মঙ্গলবার হাটবার হওয়ায় যানজট চরম আকার ধারণ করে। জনগুরত্বপূর্ন এই হাটপাঙ্গাসী বাজার সড়ক সংস্কার ও মেরামত করার জন্য একাধিক বার বিভিন্ন পত্র-পত্রিকায় জনদূর্ভোগের প্রতিবেদন প্রকাশ, স্থানীয় সরকার এর সহায়তা ও প্রসাশনিক হস্তক্ষেপ কামনা করেও কোনো উন্নয়নের ছোয়া লাগেনি। এহেন অবস্হায় আপামর জনতা ও শিক্ষার্থীদের যাতায়াতের কস্টের কথা বিবেচনা করে বাধ্য হয়ে ভগ্ন রাস্তা সংস্কার ও মেরামতের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে আপামর জনতা ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে উক্ত বাজার এলাকায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে রাস্তা সংস্কারের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে ও উন্নয়নের নামেও করেছে লুটপাট। আগামী এক মাসের মধ্যে যদি এই হাটপাঙ্গাসী বাজার সড়কের সংস্কার ও মেরামত না করা হয় তাহলে আগামীতে জনসাধারণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, দপ্তর সম্পাদক এনামুল হক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, রায়গঞ্জ উপজেলার বিএনপি যুগ্ন-সাধারণ সম্পাদক আলহাজ দুলাল হোসেন খান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান, শ্রমিক দলের সভাপতি লিটনগুন, ৬ নং ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম হোসেন, বর্মগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর খান শপন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও পাঙ্গাসি ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মল্লিক সহ ছাত্রদল, যুবদল, কৃষক দল, মৎস্যজীবীদল ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এছাড়াও পাঙ্গাসি লায়লা মিজান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল করিম, গভর্নিং বডির সদস্য ও মেসার্স হযরত শাহ জালাল (রাঃ) ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার হাউজের স্বত্ত্বাধিকারী এম মঞ্জুর হাসান মঞ্জু সহ জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন নেতাকর্বীবৃন্দ উপস্থিত ছিলেন।