কলমেঃ মুসলিমা আক্তার
মানুষ পারে না এমন কি আছে?
বক্ষ দুরুদুরু-
হৃদয় ক্ষরণ হলেও কাঁটায়
জীবন প্রকট ভীরু।
পলকে হাসি হৃদয়ে ভাসি
নিমিষেই শূন্য অন্তর ঝুড়ি,
এমন তৃপ্ত মনও যেন
হয়ে ওঠে বৃত্ত ঘোরাঘুরি।
নিতান্তই বাস্তব জীবনে
এমন ধূলির ধরায়,
আমারে লুটায়ে নেয় যেন
অন্তর পাগল পারায়।
হাদিউ বাবা আমার বাবারা
অচিন পুরেই বাস,
কাঁদিয়া কাটে না একবিন্দু ও
হৃদয় ক্ষরণ রেশ।
অকাল পক্কের ধ্রুব তারারা
চলে গেছো ভূবন পারায়,
বিভীষিকা তাদের কারিয়া নিয়াছে
অচিন পুরের গায়।
বুকের মাঝে বিন্দু শ্মশান
তাদের নিরালায়,
এদিক ওদিক খুঁজিয়া ফিরি
একটি পলক হায়।
অতল বিলিনে ঝাঁপিয়ে পড়ে মন
হৃদয় গহিন বনে,
লেশ নেই মোর বুক ফাঁটিয়া
আতর মেখে এক কোনে।